এবার নিউজিল্যান্ডে টাইগার শিবিরে করোনার হানা

ক্রিকেট দুনিয়া December 15, 2021 752
এবার নিউজিল্যান্ডে টাইগার শিবিরে করোনার হানা

খবরটা গতকাল রাত থেকেই চাউর হয়ে যায় যে, নিউজিল্যান্ড সফররত বাংলাদেশের কয়েকজন ক্রিকেটার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকালই ৯ জনকে কোয়ারেন্টিনে পাঠিয়ে দেওয়া হয়। তবে আজ জানা গেল, কোনো ক্রিকেটার নন, করোনায় আক্রান্ত হয়েছেন জাতীয় দলের স্পিন কোচ রঙ্গনা হেরাথ।


নিউজিল্যান্ড হলো করোনামুক্ত দেশগুলোর শীর্ষে। তাদের করোনা আইন খুব কড়া। দলের একটি সূত্র জানিয়েছে, নিউজিল্যান্ডে পৌঁছানোর পর প্রথম দুই করোনা পরীক্ষায় বাংলাদেশ দলের সবাই নেগেটিভ হয়েছিলেন। কিন্তু তৃতীয় পরীক্ষায় লঙ্কান কিংবদন্তির দেহে করোনাভাইরাসের উপস্থিতি ধরা পড়ে। বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট এখন নিউজিল্যান্ডের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের অপেক্ষা করছে।


আরও জানা গেছে যে, এ ছাড়া বাংলাদেশ দল যে ফ্লাইটে নিউজিল্যান্ড গেছে, সেটির একজন যাত্রীর দেহেও করোনা ধরা পড়ে! যে কারণে তার আশপাশে বসা বাংলাদেশ দলের নয়জনেরও আইসোলেশন বেড়েছে। তারা হলেন- অধিনায়ক মুমিনুল হক, ইয়াসির আলী, ফজলে মাহমুদ, মেহেদী হাসান মিরাজ, টিম ডিরেক্টর খালেদ মাহমুদ, নির্বাচক আবদুর রাজ্জাক ও সাপোর্ট স্টাফের তিন সদস্য।