৬ বলে ৫ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন সেকুগে প্রসন্না

ক্রিকেট দুনিয়া December 15, 2021 1,950
৬ বলে ৫ ছক্কা হাঁকিয়ে ম্যাচ জেতালেন সেকুগে প্রসন্না

সেকুগে প্রসন্ন যখন মাঠে এলেন, তখন কলম্বো স্টার্সের জয়ের জন্য ১৩ বলে প্রয়োজন ছিল ৩৭ রান। টি-টোয়েন্টি ক্রিকেটে এমন রান তাড়া করা খুব একটা কঠিন না। সেজন্য ক্রিস গেইল, ধোনি, মিলার, পোলার্ড বা ডি ভিলিয়ার্সের মতো ক্রিকেটারের প্রয়োজন। কিন্তু কলম্বো দলে তারা কেউই নেই, আছেন একজন সেকুগে প্রসন্ন। যার ব্যাট জ্বলে উঠে কালেভদ্রে। ঠিক তেমনই একটি দিন গেল আজ।


আজ মাত্র ৬ বল খেললেন ডানহাতি ব্যাটসম্যান সেকুগে প্রসন্ন। তার ৫টিই ছক্কা। ৬ বলে ৩২ রানের ক্যামিও ইনিংস খেলে কলম্বো স্টার্সকে ৫ উইকেটে জয় এনে দেন তিনি।


আগে ব্যাটিং করে ক্যান্ডি ওয়ারিয়র্স ৯ উইকেটে ১৪৬ রান তোলে। জবাবে কলম্বো শুরু থেকে ভালো না করায় শেষদিকে চাপে পড়ে। কিন্তু তাদের উদ্ধারের জন্য ছিলেন সেকুগে। ১৮তম ওভারের পঞ্চম বলে চান্দিমাল আউট হলে ক্রিজে আসেন তিনি। প্রথম বলেই ছক্কা। সাচিন্দু কলম্বোজের শর্ট বল ডিপ মিড উইকেট দিয়ে বাউন্ডারিতে পাঠান এই ডানহাতি ব্যাটসম্যান।


এরপর ১৯তম ওভারের পঞ্চম ও ষষ্ঠ বল খেলেন। বিনুরা ফার্নান্দোর পঞ্চম বলে ছক্কা ও ষষ্ঠ বলে ২ রান পান। শেষ ওভারে কলম্বোর জন্য কাজটা কঠিন হয়ে উঠে। ৬ বলে দরকার ১৬ রান। লাহিরু কুমারার প্রথম বলে লেগ বাই থেকে ১ রান পায় কলম্বো। পরের ৩ বলে সেকুগের ৩ ছক্কা। প্রথমটা কিপারের মাথার ওপর দিয়ে, পরেরটা স্কয়ার লেগ দিয়ে। জয়সূচক ছক্কাটা আসে লং অন দিয়ে।


৫৩৩.৩৩ স্ট্রাইক রেটে সাজানো ইনিংসটি দিয়ে দলকে জেতানোয় ম্যাচসেরার পুরস্কারও পান সেকুগে প্রসন্ন।