ঢাকা টেস্টে তাসকিনের খেলার সম্ভাবনা কতটা?

ক্রিকেট দুনিয়া December 3, 2021 507
ঢাকা টেস্টে তাসকিনের খেলার সম্ভাবনা কতটা?

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টিতে আঙুলে চোট পাওয়ার পরও দুই ওভার বোলিং করেছিলেন তাসকিন আহমেদ। তাতে ঝুঁকিতে পড়ে যায় টেস্ট সিরিজে খেলা। চট্টগ্রাম টেস্টে খেলতে পারেননি। মিরপুর টেস্টের দলে ফেরানো হয়েছে দ্রুতগতির টাইগার পেসারকে।


শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে। আগেরদিন তাসকিনের বর্তমান অবস্থা জানালেন অধিনায়ক মুমিনুল হক।


‘অবস্থা যদি বলেন, ওর এই ম্যাচ খেলার জন্য হয়ত কালকে পর্যন্ত অপেক্ষা করা লাগবে। তখন হয়ত সিদ্ধান্ত নিতে ভালো হবে। আমার মনে হয় নিউজিল্যান্ডে খেলার জন্য সবচেয়ে বেশি সম্ভাবনা আছে।’


তাসকিন ফিট থাকলে তার একাদশে থাকা নিয়ে অনিশ্চয়তা নেই। কেননা প্রথম টেস্টে একদমই ভালো করতে পারেননি আবু জায়েদ রাহি। তাসকিনের মতো দ্রুতগতির পেসার হুমকি হতে পারেন সফরকারী ব্যাটারদের জন্য। সবশেষ জিম্বাবুয়ে সফরে লাল বলে দারুণ করেছেন তিনি।


মিরপুর টেস্ট শেষ করে ৯ ডিসেম্বর বাংলাদেশ চলে যাবে নিউজিল্যান্ড সফরে। সেখানে কিউইদের বিপক্ষে দুটি টেস্টে খেলবেন মুমিনুলরা। সামনের ওই সিরিজে তাসকিনের খেলার সম্ভাবনা সবচেয়ে বেশি দেখছেন অধিনায়ক।