হাসারাঙ্গা-ক্যাডমোরের রেকর্ডের দিনে উরে গেল বাংলা টাইগার্স

ক্রিকেট দুনিয়া December 2, 2021 1,449
হাসারাঙ্গা-ক্যাডমোরের রেকর্ডের দিনে উরে গেল বাংলা টাইগার্স

টি-টোয়েন্টি থেকে টি-টেন; সংস্করণ বদলালেও ভানিন্দু হাসারাঙ্গার লেগস্পিনের ধার কমেনি একটুও। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পারফরম্যান্সের ধারাবাহিকতা শ্রীলঙ্কান লেগস্পিনার টেনে নিয়েছেন আবুধাবি টি-টেন লিগের পঞ্চম আসরেও।


হাসারাঙ্গার ওপর চড়াও হতে গিয়ে ব্যাটাররা দিচ্ছেন চরম মাশুল। বুধবার হাসারাঙ্গার রেকর্ডগড়া বোলিংয়ে বাংলা টাইগার্সকে ৬২ রানে হারিয়েছে ডেকান গ্ল্যাডিয়েটর্স। একই ম্যাচে ব্যাট হাতে টুর্নামেন্টের সর্বোচ্চ স্কোরের রেকর্ড গড়েছেন টম কোহলার ক্যাডমোর।


আগে ব্যাট করে নির্ধারিত ১০ ওভারে ১৪০ রান করেছিল ডেকান। ইনিংসের শুরু থেকে দশম ওভারের তৃতীয় বল পর্যন্ত উইকেটে ছিলেন ডানহাতি ওপেনার ক্যাডমোর। তিনি খেলেছেন ৩৯টি বল। যেখানে ১২ চার ও ৫ ছয়ের মারে তুলেছেন ৯৬ রান।


ইনিংসের শেষ ওভারে লুক উডের ফুল টস ডেলিভারিতে ড্রাইভ করলেও ধরা পড়ে যান উইল জ্যাকসের হাতে। মাত্র ৪ রানের জন্য সেঞ্চুরিবঞ্চিত থাকেন তিনি। তবে আবুধাবি টি-টেন লিগে সর্বোচ্চ ব্যক্তিগত স্কোরের রেকর্ড ঠিকই গড়ে ফেলেছেন ক্যাডমোর।


পরে ডেকানের দেওয়া ১৪১ রানের লক্ষ্যে শুরু থেকেই ধুঁকতে থাকে টাইগার্স ব্যাটাররা। চতুর্থ ওভারে বোলিংয়ে এসে তৃতীয় বলে করিম জানাতকে ডিপ মিড উইকেটে আনোয়ার আলির ক্যাচে পরিণত করেন হাসারাঙ্গা। ঠিক পরের বলে হাসারাঙ্গার গুগলি বল ডাউন দ্য ট্র্যাকে খেলতে গিয়ে বোল্ড হন জনসন চার্লস।


অষ্টম ওভারে নিজের দ্বিতীয় ওভার বোলিং করতে এসে প্রথম বলেই উইকেট নেন হাসারাঙ্গা। রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্টে টাইমাল মিলসের হাতে ধরা পড়েন বেনি হাওয়েল। পরের বলে বোল্ড হয়ে ড্রেসিংরুমের পথ ধরেন জেমস ফকনার।


ওভারের শেষ বলে বিষ্ণু সুকুমারনকে ডিপ মিড উইকেটে নাজিবুল্লাহ জাদরানের ক্যাচ বানিয়ে ফাইফার তুলে নেন হাসারাঙ্গা। দুইবার টানা দুই বলে উইকেট নিলেও হাসারাঙ্গা পাননি হ্যাটট্রিকের দেখা। তার শেষ ওভারটি ছিল ট্রিপল উইকেট মেইডেন।


সবমিলিয়ে দুই ওভারে এক মেইডেনসহ মাত্র ৮ রানে নিয়েছেন ৫ উইকেট। আবুধাবি টি-টেন লিগে হাসারাঙ্গার এটিই সেরা বোলিংয়ের রেকর্ড।


এখন পর্যন্ত ১৮ উইকেট নিয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারীও হাসারাঙ্গা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা টিম আবুধাবির পেসার মার্চেন্ট ডি ল্যাঙ্গে নিয়েছেন ১২ উইকেট।