নাঈমের টেস্ট দলে অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন নান্নু

ক্রিকেট দুনিয়া December 1, 2021 1,375
নাঈমের টেস্ট দলে অন্তর্ভুক্তি নিয়ে যা বললেন নান্নু

বিস্ময় জাগিয়ে আসন্ন মিরপুর টেস্টের বাংলাদেশ স্কোয়াডে জায়গা পেয়েছেন নাঈম শেখ। বিস্ময়ের কারণ দুটি। প্রথমত, ঘরোয়া ক্রিকেটে প্রথম শ্রেণিতে খুব অল্প সংখ্যক ম্যাচ খেলেছেন তিনি। দ্বিতীয়ত, সেখানে তার পারফরম্যান্স বিবর্ণ। তাহলে কেন এই বাঁহাতি ওপেনারকে দলে ডাকা হলো? জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জানালেন, গত এক বছরের আন্তর্জাতিক ক্রিকেটের অভিজ্ঞতা ও টেস্টে অন্য ওপেনারদের ব্যর্থতা, এই দুইয়ে মিলে নাঈমকে তারা স্কোয়াডে নিয়েছেন।


মিরপুরে পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) দিয়েছে ২০ জনের স্কোয়াড। প্রথমবারের মতো ডাক পেয়েছেন নাঈম।


প্রথম শ্রেণিতে এখন পর্যন্ত ছয়টি ম্যাচ খেলেছেন নাঈম। ১১ ইনিংসে তার সংগ্রহ কেবল ১৮৩। গড় মাত্র ১৬.৬৩। ফিফটি পেয়েছেন একটি। আরও উল্লেখযোগ্য বিষয় হলো, ঘরোয়া ক্রিকেটে নাঈম শেষবার দীর্ঘ সংস্করণের ম্যাচ খেলেছিলেন প্রায় ১৯ মাস আগে। গত বছর ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) সেন্ট্রাল জোনের হয়ে নর্থ জোনের বিপক্ষে মাঠে নেমেছিলেন তিনি। ওই ম্যাচে তিনি পেয়েছিলেন 'পেয়ার'। দুই ইনিংসেই শূন্য রানে আউট হয়েছিলেন।


করোনাভাইরাসের বিরতি শেষে বাংলাদেশ আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার পর থেকে টি-টোয়েন্টি দলে নিয়মিত মুখ নাঈম। তবে এসময়ে তিনি ওয়ানডে খেলেছেন কেবল একটি। ঢাকায় শ্রীলঙ্কার বিপক্ষে ওই ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল ১ রান।


চোটের কারণ দলে নেই তারকা ওপেনার তামিম ইকবাল। তার অনুপস্থিতিতে ওপেনিংয়ে খেলা সাদমান ইসলাম ও সাইফ হাসানের জুটি হতাশ করে চট্টগ্রাম টেস্টে। সাদমান করেন যথাক্রমে ১৪ ও ১ রান। সাইফের ব্যাট থেকে আসে যথাক্রমে ১৪ ও ১৮ রান। তবে তিনি আক্রান্ত হয়েছেন টাইফয়েডে। সেরে উঠতে সময় লাগবে। ফলে মিরপুর টেস্টে খেলা হচ্ছে না তার।


বুধবার প্রধান নির্বাচক মিনহাজুল দ্য ডেইলি স্টারকে দেন নাঈমকে টেস্ট স্কোয়াডে নেওয়ার ব্যাখ্যা, 'নাঈম গত এক বছর ধরে ছোট সংস্করণের ক্রিকেটে খেলছে। ওর আন্তর্জাতিক অঙ্গনে খেলার অভিজ্ঞতা তৈরি হয়েছে। তাই ওকে টেস্ট দলে নেওয়া হয়েছে। তাছাড়া, আমাদের ওপেনাররাও বারবার ব্যর্থ হচ্ছে। তাই টিম ম্যানেজমেন্ট চিন্তা করেছে ওকে দলে অন্তর্ভুক্ত করার। আর আমরা আশা করি, সুযোগ পেলে নাঈম টেস্টে ভালো করবে।'