গলায় ওষুধ আটকে মরতে বসেছিলেন স্টোকস!

ক্রিকেট দুনিয়া November 29, 2021 596
গলায় ওষুধ আটকে মরতে বসেছিলেন স্টোকস!

বেন স্টোকস দীর্ঘ সময় ছিলেন মাঠের বাইরে। মানসিক স্বাস্থ্যের জন্য বিরতি নেওয়ায় লম্বাসময় ধরে খেলার বাইরে থাকেন তিনি। তবে আসন্ন অ্যাশেজ সিরিজ দিয়ে মাঠে ফেরার প্রস্তুতি নিচ্ছেন তিনি। কিন্তু এর আগেই ভয়াবহ এক অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে সময়ের অন্যতম সেরা এই অলরাউন্ডারকে।


হোটেলে নিজের রুমে ওষুধ গলায় আটকে মারাই যাচ্ছিলেন স্টোকস। সাহায্যের জন্য যে কাউকে ডাকবেন সেই উপায়ও ছিল না। শেষ পর্যন্ত ভাগ্য ভালো, সবকিছু স্বাভাবিক হয়ে যায় এবং বড় বাঁচা বেঁচে যান ইংল্যান্ডের অন্যতম গুরুত্বপূর্ণ এ ক্রিকেটার।


ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি মিররে লেখা কলামে স্টোকস নিজেই জানিয়েছেন এ তথ্য। গলায় ট্যাবলেট আটকে যাওয়ার পর তার মনে হচ্ছিল, এখনই সব শেষ। তিনি লিখেছেন, ‘যতক্ষণ পর্যন্ত ট্যাবলেটটা গলা থেকে বের হয়নি, তার আগপর্যন্ত আমি ভেবেছিলাম, এখানেই আমার শেষ। আমি নিজের কক্ষে একা ছিলাম।’


তিনি আরও লিখেছেন, ‘সেটি গলায় আটকে গিয়েছিল, সেখানেই আস্তে আস্তে গলতে শুরু করলো। আমি নিশ্বাসই নিতে পারছিলাম না। মনে হচ্ছিল, আমার মুখে আগুন লেগেছে। খুব বিস্তারিত বলবো না, শুধু বলি, রোববার সকালে আমার মুখে যত লালা দেখেছি, এমনটা জীবনে আর কখনও দেখিনি। সত্যিই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম।’


সূত্রঃ স্পোর্টসজোন২৪