চেন্নাইকে হারিয়ে আবারো পয়েন্ট টেবিলের শীর্ষে উঠলো আবু ধাবি। আজ চেন্নাই ব্রেভসকে উড়িয়ে দিয়ে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে বাংলা টাইগার্সকে হটিয়ে শীর্ষে উঠে গেইলরা।
এদিন টসে হেরে আগে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১০৭ রান সংগ্রহ পায় চেন্নাই ব্রেভস। সর্বোচ্চ ৩০ বলে ৫৩ রান করেন মোহাম্মদ শেহজাদ। আর তেমন কেউই দাঁড়াতে পারেনি। আবু ধাবির হয়ে ৩ উইকেট নেন লিভিংস্টোন।
জবাবে ব্যাট করতে নেমে ঝড় তোলেন ফিল সল্ট। শুরুতেই স্টারলিং ও লিভিংস্টোন ফিরলেও একাই দলকে টেনে নিয়ে ১৫ বলে ফিফটি তুলে নেন সল্ট।
২০ বলে ৭৩ রানের ঝড়ো ইনিংস খেলে ফেরেন এই ব্যাটার। তবে সল্ট ফিরলেও ব্যাটিংয়ে নেমে ঝড় তোলেন গেইল। ১৬ বলে অপরাজিত ৩০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন গেইল।
সূত্রঃ স্পোর্টসজোন২৪