আবুধাবিকে হারিয়ে টানা চতুর্থ জয় পেল বাংলা টাইগার্স

ক্রিকেট দুনিয়া November 27, 2021 947
আবুধাবিকে হারিয়ে টানা চতুর্থ জয় পেল বাংলা টাইগার্স

টি-টেন প্রিমিয়ার লিগের এবারের আসরে টানা চতুর্থ জয় পেল বাংলা টাইগার্স। আজ নিজেদের ষষ্ঠ ম্যাচে টিম আবু ধাবিকে ১০ রানে হারায় বাংলাদেশের প্রতিনিধিত্বকারী দল। এবারের টুর্নামেন্টে এটিই প্রথম হার আবু ধাবির। তাদেরকে প্রথম হারের স্বাদ দিয়ে ৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দুইয়ে উঠেছে টাইগার্সরা।


টসে হেরে এদিন আগে ব্যাট করতে নেমে ৫ উইকেটে ১৩০ রান করে বাংলা টাইগার্স। সর্বোচ্চ ১৭ বলে ৪৩ রান করেন উইলজ্যাকস। এছাড়াও ২০ বলে ৪১ করেন হযরতুল্লাহ জাজাই। ডু প্লেসিস ৮ বলে ২২* করেন। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১২০ রান করে আবু ধাবি।


তেমন কেউ রান করতে না পারলেও একাই লড়ে যান গেইল। ২৩ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেলেও দলকে জেতাতে পারেননি। শেষ ওভারে জিততে প্রয়োজন ছিল ১৯ রানের। কিন্তু কেবল ৭ রান নিতে সক্ষম হন গেইল।


সূত্রঃ স্পোর্টসজোন২৪