এবার প্লেয়ার্স লিস্টে ‘বাংলাদেশ’ বানানই ভুল করলো বিসিবি

ক্রিকেট দুনিয়া November 26, 2021 1,675
এবার প্লেয়ার্স লিস্টে ‘বাংলাদেশ’ বানানই ভুল করলো বিসিবি

ভুল করেই চলেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আজ (শুক্রবার) শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি। টেস্টের প্রথম দিনে অদ্ভুত এক ভুল করলো বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট।


খেলোয়াড় তালিকার এক জায়গায় ‘বাংলাদেশ’ লেখার বানান করেছে। লেখা থাকার কথা ছিল- Alesha Holdings Bangladesh Vs Pakistan Test Series। কিন্তু লেখা রয়েছে Alesha Holdings ‘Bamgladesh’ Vs Pakistan Test Series।


সূত্রঃ বাংলা ট্রিবিউন