পাকিস্তানের বিপক্ষে জেতার জন্যই মাঠে নামবঃ মুমিনুল

ক্রিকেট দুনিয়া November 25, 2021 789
পাকিস্তানের বিপক্ষে জেতার জন্যই মাঠে নামবঃ মুমিনুল

আগামীকাল প্রথম টেস্টে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বেশ কিছুদিন ধরেই বেশ খারাপ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। টানা টি-টোয়েন্টি ম্যাচে হারের পর টেস্ট ম্যাচে দিয়ে ঘুরে দাঁড়াতে চান বাংলাদেশ দলের অধিনায়ক মমিনুল হক। আজ সংবাদ সম্মেলনে তিনি জানিয়েছেন টেস্ট ও টি-টোয়েন্টি সম্পূর্ণ আলাদা।


মুমিনুল বলেন, ”আমরা জেতার জন্যই মাঠে নামব। দলের সবাই জেতার জন্যই খেলবে। তাছাড়া টি-টোয়েন্টি দলের দুজন ছাড়া (লিটন, মুশফিক) এখানে সবাই নিয়মিত লংগার ভার্সন ক্রিকেটই খেলছে বেশ অনেকদিন যাবত।”


গতকাল টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান মাহমুদুল্লাহ রিয়াদ। ইনজুরির কারণে খেলতে পারছেন না সাকিব আল হাসান এবং তামিম ইকবাল। সিনিয়র ক্রিকেটারদের মধ্যে একমাত্র রয়েছেন মুশফিকুর রহিম। কিন্তু তিনিও বর্তমানে নেই সেরা ছন্দে।


তাই মাঠ চালানোটা বেশ চ্যালেঞ্জিং হবে বলে মনে করেন টেস্ট অধিনায়ক। বলেন, ”মাঠে সিনিয়র ক্রিকেটারদের উপস্থিতি সব সময় বাড়তি একটা অনুপ্রেরণা দেয়। আর তামিম ভাই সাকিব ভাই দলের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তাদের অভাব পূরণ করার মতো না।”


সূত্রঃ বাংলাওয়াশ ক্রিকেট