ভারতকে টপকে সর্বোচ্চ হোয়াইটওয়াশের রেকর্ড গড়লো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 23, 2021 1,530
ভারতকে টপকে সর্বোচ্চ হোয়াইটওয়াশের রেকর্ড গড়লো পাকিস্তান

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করে তিন বা ততোধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রতিপক্ষকে সর্বোচ্চ সংখ্যক ৭ বার হোয়াইটওয়াশের রেকর্ড করেছে পাকিস্তান। আর এই রেকর্ডে পাকিস্তান ছাড়িয়ে গেছে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে।২০১৬ সালে পাকিস্তান প্রথম হোয়াইটওয়াশ করে ওয়েস্ট ইন্ডিজকে আর শেষ সাত নম্বর করলো বাংলাদেশকে।


অপরদিকে, ভারতের প্রতিপক্ষকে ৬ বার হোয়াইটওয়াশ করেছে। ভারতও প্রথম ২০১৬ সালে অস্ট্রেলিয়াকে তাদের মাঠে হোয়াইটওয়াশ করে। আর সর্বশেষ ২১ নভেম্বর ঘরের মাঠে ২২ নভেম্বর নিউজিল্যান্ডকে হোয়াইটওয়াশের ‘লজ্জা’ উপহার দেয়।


এক নজরে দেখে নেওয়া যাক পাকিস্তান ও ভারত হোয়াইটওয়াশের রেকর্ডসমূহ:-


পাকিস্তান:


১। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৬; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত


২। ৩-০ প্রতিপক্ষ শ্রীলঙ্কা; ২০১৭; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত এবং পাকিস্তান


৩। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৮; ভেন্যু: পাকিস্তান


৪। ৩-০ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া; ২০১৮; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত


৫। ৩-০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড; ২০১৮; ভেন্যু: সংযুক্ত আরব আমিরাত


৬। ৩-০ প্রতিপক্ষ জিম্বাবুয়ে; ২০২০; ভেন্যু: পাকিস্তান


৭। ৩-০ প্রতিপক্ষ বাংলাদেশ; ২০২১; ভেন্যু: বাংলাদেশ




ভারত:


১। ৩-০ প্রতিপক্ষ অস্ট্রেলিয়া; ২০১৬; ভেন্যু: অস্ট্রেলিয়া


২। ৩-০ প্রতিপক্ষ শ্রীলঙ্কা; ২০১৭; ভেন্যু: ভারত


৩। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৮; ভেন্যু: ভারত


৪। ৩-০ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ; ২০১৯; ভেন্যু: ওয়েস্ট ইন্ডিজ


৫। ৫-০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড; ২০২০; ভেন্যু: নিউজিল্যান্ড


৬। ৩-০ প্রতিপক্ষ নিউজিল্যান্ড; ২০২১; ভেন্যু: ভারত।


সূত্রঃ স্পোর্টসজোন২৪