দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছে। স্কোয়াডে নতুন মুখ আছেন ২ জন। সোমবার (২২ নভেম্বর) ঘোষিত স্কোয়াডে প্রথমবারের মত ডাক পেয়েছেন ইয়াসির আলী চৌধুরী ও রেজাউর রহমান রাজা। সাকিব আল হাসান স্কোয়াডে থাকলেও ফিটনেস ক্লিয়ারেন্স পাননি এখনো।
আগামী ২৬ নভেম্বর থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী পাকিস্তানের মধ্যকার প্রথম টেস্ট। এই ম্যাচের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম। এই ম্যাচ শেষে দুই দল ঢাকায় ফিরবে। মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ৪ ডিসেম্বর। সেই ম্যাচের জন্য পৃথকভাবে স্কোয়াড ঘোষণা করা হবে।
প্রথম টেস্টের জন্য বাংলাদেশ দল : মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন দাস, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, নাঈম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন, আবু জায়েদ রাহী, ইয়াসির আলী, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রেজা ও সাকিব আল হাসান (ফিট থাকা সাপেক্ষে)।
সূত্রঃ বিডিক্রিকটাইম