সোমবার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে ৫ উইকেটের জয়ের পর পাকিস্তানের অধিনায়ক বাবর আজম বলেন, বাংলাদেশে সিরিজ জয়ে সবাই যেভাবে চেষ্টা চালিয়েছে, তার কৃতিত্ব সবার। আমাদের ফিল্ডিং যেমন উন্নত হয়েছে, আমাদের মিডলঅর্ডার ব্যাটসম্যানরাও উন্নতির ছাপ রেখেছেন। তাদের কারণেই আমরা সিরিজ জিততে পেরেছি।
বাবর আজম আরও বলেন, সিরিজ জিতলেও আমাদের ছোট ছোট কিছু ভুল হয়েছে। আশা করছি সামনের সিরিজগুলোতে সেইসব ভুলের পুনরাবৃত্তি যেন না হয়। আমরা এই জয়ের ধারাবাহিকতা টেস্ট সিরিজেও ধরে রাখতে চাই।
সূত্রঃ যুগান্তর অনলাইন