শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না শোয়েব মালিক

ক্রিকেট দুনিয়া November 22, 2021 886
শেষ টি-টোয়েন্টি ম্যাচে খেলবেন না শোয়েব মালিক

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচটিতে শোয়েব মালিককে পাচ্ছে না পাকিস্তান। একমাত্র সন্তানের অসুস্থতার দরুন ম্যাচ শুরুর আগেই বাংলাদেশ ত্যাগ করবেন মালিক।


তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে জয় নিয়ে ইতোমধ্যে সিরিজ জয় নিশ্চিত করেছে পাকিস্তান। প্রথম দুই ম্যাচেই একাদশে ছিলেন মালিক। তবে এই অভিজ্ঞ ক্রিকেটার খেলতে পারছেন না সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটিতে।


মালিকের একমাত্র ছেলে হঠাৎ করেই অসুস্থ হয়ে পড়েছেন। ছেলের অসুস্থতার সংবাদ শুনে তৎক্ষনাৎ বাংলাদেশ ত্যাগ করার সিদ্ধান্ত নিয়েছেন মালিক। পাকিস্তান যখন শেষ ম্যাচটিতে বাংলাদেশের মুখোমুখি হবে, তখন দুবাইয়ের পথে উড়াল দিবেন মালিক।


সূত্রঃ বিডিক্রিকটাইম