সবচেয়ে বেশি হারের লজ্জার রেকর্ড করলো বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া November 20, 2021 1,356
সবচেয়ে বেশি হারের লজ্জার রেকর্ড করলো বাংলাদেশ

এতদিন এই দুঃস্মৃতির রেকর্ড ছিল শ্রীলঙ্কার। পাকিস্তানের বিপক্ষে হোম সিরিজের প্রথম ম্যাচে টাইগাররা ছাড়িয়ে যায় লঙ্কানদের। দ্বিতীয় ম্যাচে হারার পর সেই লজ্জার বিশ্বরেকর্ডকে টাইগাররা আরও এক ধাপ ওপরে নিয়েছে।


এ বছর বাংলাদেশ মোট ১৫টি টি-টোয়েন্টি ম্যাচে হেরেছে। ২০১৬ সালে শ্রীলঙ্কা হেরেছিল ১৩টি ম্যাচে। সে বছর লঙ্কানরা খেলেছিলই মোটে ১৬ ম্যাচ। বাংলাদেশ ১৫তম হার দেখেছে বছরে নিজেদের ২৭তম ম্যাচে।


এই রেকর্ডে তৃতীয় স্থানে আছে পাকিস্তান। ২০১০ সালে ১৮ ম্যাচ খেলে ২০০৯ বিশ্বকাপের চ্যাম্পিয়নরা হেরেছিল ১২ ম্যাচে। এ বছর অস্ট্রেলিয়া হেরেছে ১২ ম্যাচে, খেলেছে মোট ২২ ম্যাচ। যদিও অজিরা এ বছরই জিতেছে নিজেদের ইতিহাসের প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ।


পঞ্চম স্থানেও আছে শ্রীলঙ্কা। সেটাও এ বছরের পরিসংখ্যানে। এ বছর ২০টি ম্যাচ খেলা লঙ্কানরা হেরেছে ১২টি ম্যাচে। ষষ্ঠ স্থানে আবারও বাংলাদেশ। ২০১৯ সালে ১৬ ম্যাচ খেলে ১১টি ম্যাচেই হেরেছিল টাইগাররা।


শ্রীলঙ্কার সবচেয়ে বেশি হারের রেকর্ড ছাড়িয়ে যাওয়ার দিনে মাহমুদউল্লাহ রিয়াদের দল অবশ্য আরও একটি বিশ্বরেকর্ড গড়েছে। এক বছরে সবচেয়ে বেশি (২৭টি) টি-টোয়েন্টি খেলার রেকর্ড এখন বাংলাদেশের।


সূত্রঃ বিডিক্রিকটাইম