তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ মাঠে গড়াবে আজ শনিবার (২০ নভেম্বর)। প্রথম ম্যাচ হারার ঠিক পরের দিনই সিরিজ হার ঠেকাতে মাঠে নামবে টাইগাররা। বাংলাদেশ নিজেদের সর্বশেষ ৬ ম্যাচে হেরেছে।
এই ম্যাচ তাই মাহমুদউল্লাহ রিয়াদের দলের জন্য ব্যর্থতার বৃত্ত ভাঙার মিশন। অন্যদিকে প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা পাকিস্তান এই ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে মরিয়া থাকবে।
প্রথম ম্যাচে হারলেও লড়াকু পারফরম্যান্স প্রদর্শন করা বাংলাদেশের একাদশে এই ম্যাচে পরিবর্তনের সম্ভাবনা ক্ষীণ। জয়ের ধারা ধরে রাখতে পাকিস্তানও মাঠে নামতে পারে অপরিবর্তিত একাদশ নিয়ে। ‘হোম অব ক্রিকেট’ খ্যাত মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর দুইটায়।
• একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
বাংলাদেশ : নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), আফিফ হোসেন ধ্রুব, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), হাসান আলী, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।
সূত্রঃ বিডিক্রিকটাইম