পাকিস্তান সিরিজের দল ঘোষণার পর একাধিক গণমাধ্যমের কাছে মুশফিক দাবি করেছিলেন, তিনি এই সিরিজে বিশ্রাম চাননি, বরং খেলতে চেয়েছিলেন। পাশাপাশি টিম ম্যানেজমেন্টকে নিয়েও অসন্তোষ প্রকাশ করে দলের কার্যক্রম কিছু প্রশ্ন তোলেন এই তারকা ব্যাটার।
এতে মুশফিককে কারণ দর্শানোর নোটিশ পাঠানো হয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে। বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টির পর বোর্ডের ঊর্ধ্বতন কয়েকজন কর্মকর্তার সাথে মুশফিকের আলোচনা হয়।
সেই আলোচনার পর দুই পক্ষই ভুল বোঝাবুঝির ইতি টেনেছে। শীর্ষস্থানীয় বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান গণমাধ্যমকে বলেন, ‘সমস্যাগুলো শুধরে নিয়েছি। ওর সঙ্গে আমাদের কথা হয়েছে। ভুল বোঝাবুঝির অবসান হয়েছে।’
মুশফিককে আপাতত টেস্টের বিবেচনায় রেখেছেন নির্বাচকরা। পাকিস্তানের বিপক্ষে দুটি টেস্ট খেলার পরপরই দল উড়াল দেবে নিউজিল্যান্ডে, সেখানে খেলবে আরও দুটি টেস্ট। চারটি টেস্টই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত। ম্যাচের গুরুত্বের কথা ভেবেই টানা ক্রিকেটের মধ্যে থাকা মুশফিককে বিশ্রাম দিয়েছে দল- এমন দাবি নির্বাচক প্যানেলের।
সূত্রঃ বিডিক্রিকটাইম