প্রথম টি-টোয়েন্টিতে হারের পর যা বললেন মাহমুদউল্লাহ

ক্রিকেট দুনিয়া November 19, 2021 1,559
প্রথম টি-টোয়েন্টিতে হারের পর যা বললেন মাহমুদউল্লাহ

শুক্রবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ১০ ওভারে ৪০ রানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। তবে শেষ ১০ ওভারে ৮৭ রান করায় স্কোর দাঁড়ায় ১২৭/৭।


এই পুঁজি নিয়েও ভালোই ফাইট করে বাংলাদেশ। ২৪ রানে পাকিস্তানের মতো শক্তিশালী দলের প্রথম সারির ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। কিন্ত ইনিংসের প্রথম দিকের পারফরম্যান্সের ধারাবাহিকতা শেষ দিকে ধরে রাখতে না পারায় ৪ উইকেটে হেরে যায় টাইগাররা।


ম্যাচ শেষে মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, টস জিতে আমার কাছে মনে হয়েছে প্রথমে ব্যাট করাই ভালো। তাই আগে ব্যাটিং নিয়েছি। কিন্ত আমরা ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে না পারলেও শেষ দিকে ভালো হয়েছে। আমরা যদি এই উইকেটে ১৪০ রান করতে পারতাম তাহলে ম্যাচটায় আরো ভালো ফাইট দেওয়া যেতো জয়ের সুযোগ থাকত।


অধিনায়ক আরও বলেন, ১২৭ রানের পুঁজি নিয়েও আমাদের বোলাররা শুরুতে ভালো করেছে। কিন্তু শেষ দিকে আমরা সেই পারফরম্যান্সের ধারাবাহিকতা ধরে রাখতে পারিনি। যে কারণে হারতে হয়েছে। আশা করি পরের ম্যাচে জয়ে ফিরতে পারব।


সূত্রঃ যুগান্তর অনলাইন