ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে একাধিক গণমাধ্যমে কথা বলেছিলেন সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম। বিষয়টি ভালোভাবে নেয়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আর তাই বোর্ড থেকে কারণ দর্শানোর নোটিশ পাঠান হয়েছে তাকে।
টি-টোয়েন্টি বিশ্বকাপে মুশফিক ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি। বিশ্বকাপের পর দল মাঠে ফিরেছে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে। তবে এই সিরিজের দলে নেই মুশফিক।
বিসিবির শীর্ষস্থানীয় ও দায়িত্বশীল এই সূত্র জানায়, বাংলাদেশ-পাকিস্তান প্রথম টি-টোয়েন্টি ম্যাচের পর মুশফিককে ডাকা হয়েছে বিসিবিতে। এ সময় শুনানি হবে, জানতে চাওয়া হবে ঠিক কী কারণে মুশফিক এসব কথা বলেছেন।
সূত্রঃ বিডিক্রিকটাইম