আশা জাগিয়েও পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ

ক্রিকেট দুনিয়া November 19, 2021 899
আশা জাগিয়েও পাকিস্তানের বিপক্ষে হারল বাংলাদেশ

তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশকে ৪ উইকেটে হারিয়েছে পাকিস্তান। কষ্টার্জিত এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল সফরকারী দল। কোনো তারকা ক্রিকেট ছাড়াই পাকিস্তানের বিপক্ষে লড়াই করেছে তারুণ্য নির্ভর বাংলাদেশ।


২৪ রানে চার উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে পাকিস্তান। পঞ্চম জুটিতে ফকর ও কুশদিলের ৫৬ রানের জুটিতে বিপদ কাটায় পাকিস্তান। সাদাব খান ও নেওয়াজ ৪ বল বাকি থাকতে জয় তুলে নেয়। ১২৮ রানের লক্ষ্যে খেলতে নেমে ৪ উইকেটের জয় পায় বাবর আজমের দল।


টসে জিতে প্রথমে ব্যাট করে করতে নেমে বিশ্বকাপে সেমিফাইনাল খেলা পাকিস্তানের বোলারদের মোকাবেলায় মিরপুরে খাবি খায় টিম বাংলাদেশ। ৩১ রানে মাথায় বাংলাদেশ প্রথম বাউন্ডারির দেখা পায়।


আফিফ ৩৬, নূরুল ২৮ ও মেহেদীর ৩০ রানে ভর করে ৭ উইকেট বাংলাদেশ সংগ্রহ করেছে ১২৭ রান। বাংলাদেশের ইনিংসে ছিলো ৭ ছক্কা ও ৩ টি বাউন্ডারি। পাকিস্তানের পক্ষে হাসান আলী ৩ ও মোহাম্মদ ওয়াসিম ২ টি উইকেট তুলে নেন।


সূত্রঃ আমাদের সময়