যৌন কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক

ক্রিকেট দুনিয়া November 19, 2021 1,268
যৌন কেলেঙ্কারিতে পদত্যাগ করলেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক

যৌন কেলেঙ্কারির ঘটনায় পদত্যাগ করেছেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক টিম পেইন। তার বিরুদ্ধে অভিযোগ করেছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার এক নারী কর্মী। বিষয়টি অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনেও গেছে।


শুক্রবার সংবাদ সম্মেলন করে নিজেই পদত্যাগের কথা জানান পেইন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। অস্ট্রেলিয়ার ত্রিকেট বোর্ড তা মেনে নিয়েছে।


ঘটনাটি ২০১৭ সালে ব্রিসবেনের গাব্বায় অ্যাশেজের প্রথম টেস্টের দিন এবং তার আগের দিনের। অস্ট্রেলিয়ার ‘হেরাল্ড সান’ সংবাদপত্রের খবর অনুযায়ী, পেইন এক নারী কর্মীকে নিজের কিছু অশ্লীল ছবি পাঠান। যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য প্রকাশের অযোগ্য কিছু ভাষায় ম্যাসেজ পাঠান।


২০১৮ সালের জুন মাসে ওই নারী বিষয়টি ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানান। পেইনের বিরুদ্ধে অভিযোগ আনেন। অস্ট্রেলিয়ার মানবাধিকার কমিশনেও পেইনের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন ওই নারী। ক্রিকেট অস্ট্রেলিয়াও তদন্ত শুরু করে।


শুক্রবার নিজের অপরাধ স্বীকার করে পেইন অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়কের পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। পরিবারের কাছেও ক্ষমা চেয়ে নেন তিনি।


লিখিত বিবৃতিতে পেইন জানান, অস্ট্রেলিয়ার অধিনায়কের পদ থেকে আমি সরে যাচ্ছি। খুব কঠিন সিদ্ধান্ত। কিন্তু নিজের, পরিবার ও ক্রিকেটের জন্য এটাই সঠিক সিদ্ধান্ত।


সূত্রঃ চ্যানেল২৪