আর্জেন্টিনা ম্যাচের আগে নৈশ ক্লাবে ছিলেন নেইমার!

ক্রিকেট দুনিয়া November 19, 2021 687
আর্জেন্টিনা ম্যাচের আগে নৈশ ক্লাবে ছিলেন নেইমার!

বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে উরুর চোটের কারণে মাঠে ছিলেন না ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমার। তাই তাকে ক্লাব পিএসজিতে ফেরত পাঠানো হয়। মঙ্গলবার আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচে গোলশূন্য ড্র করে ব্রাজিল।


কিন্তু এবার নতুন খবর যা বেশ বিতর্কের জন্ম দিয়েছে। ওই ম্যাচের পর ব্রাজিলিয়ান টিভির স্পোর্টস শো ‘ওস দনোস দা বোলা’ সাওপাওলোতে নেইমারের রাত্রি যাপনের কিছু ছবি প্রকাশ করে। সেখানে বন্ধুবান্ধবের সঙ্গে উন্মত্ত পার্টি করতে দেখা যায় এই পিএসজি তারকাকে।


অনুষ্ঠানটিতে পিএসজি তারকার সমালোচনা করে সঞ্চালক নেইমারের "অখেলোয়াড়সুলভ" মনোভাবের নিন্দা জানান। তিনি বলেন, মাংসপেশিতে ব্যথা নিয়ে আপনি খেলতে পারেন।


পায়ের হাড়ের ব্যথায়ও খেলতে পারেন। (আমার) নিজেরটা ভেঙেছিল, এ চোট নিয়েও খেলা সম্ভব। কিন্তু মাংসপেশি কিংবা ঊরুতে চোট নিয়ে কেউ এভাবে নাচতে পারে না। মেকি ইনজুরির অভিযোগ নিয়ে এখনও মুখ খুলেননি নেইমার।


সূত্রঃ চ্যানেল ২৪