জাতীয় দলের তারকা পেসার রুবেল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি রাজধানী ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ইনফেকশনজনিত কারণে হাসপাতালে ভর্তি আছেন রুবেল হোসেন।
রুবেলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, ইনফেকশন জনিত কারণে বুধবার (১৭ নভেম্বর) রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয় রুবেলকে।
এখনও রুবেল এভার কেয়ার হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে সূত্র আশ্বস্ত করেছে, রুবেলের অসুস্থতা গুরুতর কিছু নয়। সঠিক চিকিৎসায় অনেকটাই সেরে উঠেছেন তিনি।
সূত্র আরও জানায়, শুক্রবার (১৯ নভেম্বর) সকালে রুবেলের হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা রয়েছে।
সূত্রঃ বিডিক্রিকটাইম