প্রথম টি-টোয়েন্টির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 18, 2021 3,238
প্রথম টি-টোয়েন্টির জন্য ১২ সদস্যের দল ঘোষণা করলো পাকিস্তান

বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি খেলতে আগামীকাল মাঠে নামছে পাকিস্তান। আর এই জন্য বাবর আজমকে অধিনায়ক রেখে ১২ সদস্যের একটি দল ঘোষণা করা হয়েছে।বাংলাদেশ সফরের জন্য ১৮ সদস্যের দল নিয়েই এসেছিল পাকিস্তান ক্রিকেট দল।


মূল লড়াইয়ের আগে এতদিন অনুশীলনও করছে ক্রিকেটাররা। বিশ্বকাপের স্কোয়াডের বাইরে এই সফরের জন্য তিন ক্রিকেটারকে দলের সঙ্গে যোগ করা হয়েছিল। তবে বাংলাদেশের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে তিন ক্রিকেটারের মধ্যে ১২ সদস্যের দলে রয়েছেন খুশদিল শাহ ও হায়দার আলি।


প্রথম ম্যাচের জন্য ১২ সদস্যের একটি দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যথারীতি নেতৃত্বে থাকছেন বাবর আজমই। এছাড়াও বিশ্বকাপ মিশন শেষে বিশ্রাম দেওয়া হয়নি রিজওয়ান, মালিকদের। প্রথম টি-টোয়েন্টির একাদশে দেখা যাবে তাঁদের।


আগামীকাল বাংলাদেশ-পাকিস্তানের ম্যাচটি শুরু হবে স্থানীয় সময় দুপুর ২টায়। পরের ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ নভেম্বর। একদিন বিরতি দিয়েই ২২ নভেম্বর সিরিজের শেষ ম্যাচটি খেলতে মাঠে নামবে দুই দল।


পাকিস্তানের ‘১২’ সদস্যের দল –


বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ফখর জামান, হায়দার আলি, হ্যারিস রউফ, হাসান আলি, খুশদিল শাহ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন শাহ আফ্রিদি ও শোয়েব মালিক।


সূত্রঃ বিডিক্রিকটাইম