হরভজনের বিশ্বকাপ সেরা একাদশে নেই বাবর ও জাম্পা

ক্রিকেট দুনিয়া November 17, 2021 2,607
হরভজনের বিশ্বকাপ সেরা একাদশে নেই বাবর ও জাম্পা

বিশ্বকাপের সেরা একাদশ গড়েছেন ভারতের সাবেক তারকা স্পিনার হরভজন সিং। সবচেয়ে অবাক হওয়ার বিষয় তার একাদশে জায়গা হয়নি টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ও সুপার টুয়েলভে সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের।


বাবর কিংবা জাম্পার সুযোগ না পাওয়া যেমন অবাক করার বিষয় তেমনি ভারতের দুই খেলোয়াড় থাকাটাও বিস্ময়ের। হরভজনের একাদশে সর্বোচ্চ তিনজন পাকিস্তানের।


দুইজন ভারত ও নিউজিল্যান্ডের এবং একজন করে আছে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার। দ্বাদশ খেলোয়াড় হিসেবে সুযোগ পেয়েছেন আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান।


এ স্পিনারের থাকা একাদশে ইনিংসের উদ্বোধন করবেন অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার। তার সঙ্গী হবেন পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান। তিন নম্বরে নামবেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন।


এরপর যথাক্রমে ইংল্যান্ডের জস বাটলার, দক্ষিণ আফ্রিকার এইডেন মার্করাম, শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙা। ২০ ওভারের খেলা হওয়ায় স্লগ ওভার স্পেশালিস্ট হিসেবে তার একাদশে রয়েছেন পাকিস্তানের আসিফ আলী।


দুই বাঁহাতি পেসার নিউজিল্যান্ডের ট্রেন্ট বোল্ট ও পাকিস্তানের শাহীন আফ্রিদির সঙ্গে পেস আক্রমণে থাকবেন ভারতের ডানহাতি পেসার জাসপ্রীত বুমরাহ। স্পিনার হিসেবে হাসারাঙার সঙ্গে একাদশে আছেন আরেকজন স্পিনার রবীন্দ্র জাদেজা।


হরভজন সিংয়ের সেরা একাদশ

ডেভিড ওয়ার্নার, মোহাম্মদ রিজওয়ান, কেইন উইলিয়ামসন, জশ বাটলার, এইডেন মার্করাম, ওয়ানিন্দু হাসারাঙা, আসিফ আলী, রবীন্দ্র জাদেজা, শাহীন শাহ আফ্রিদি, ট্রেন্ট বোল্ট এবং জাসপ্রিত বুমরাহ। রশিদ খান (১২তম খেলোয়াড়)।


সূত্রঃ চ্যানেল২৪