পাকিস্তান সিরিজ দিয়ে আবারো দর্শকরা মাঠে গিয়ে খেলা দেখতে পারবেন, এরই মধ্যে আনুষ্ঠানিক অনুমোদন হয়ে গেছে। আগামী ১৯ নভেম্বর শুক্রবার মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামের গ্যালারি মাতবে দর্শকের হুংকারে। তবে এখন সবার প্রশ্ন কবে কখন কোথায় বা কীভাবে টিকিট পাওয়া যাবে?
টিকিটের ব্যাপারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী জানিয়েছেন, ‘মিরপুর ইনডোর স্টেডিয়ামে টিকিট কিনতে পাওয়া যাবে। বৃহস্পতিবার থেকে টিকিট বিক্রি শুরু। টিকিট বাকি থাকলে ম্যাচের দিনও সেখানে পাওয়া যাবে।’
এছাড়াও তিনি আরো জানান ‘তবে প্রথম দিন সব টিকিট বিক্রি না হলে মিরপুর ইনডোরের পাশাপাশি শেরে বাংলার বাইরে বিকল্প ব্যবস্থায়ও টিকিট পাওয়ার সম্ভাবনা রয়েছে।’
তবে তিনি এই সময় আরও যোগ করেন, ‘চেষ্টা করা হবে যারা এরই মধ্যে করোনার দুই ডোজ টিকা নিয়েছেন, তাদের অগ্রাধিকার দেওয়ার।’
আরো সুখবর হল যে, দেশে ১২ বছরের নিচে কারো টিকা দেওয়া হয়নি, তবুও অভিভাবকদের সঙ্গে তাদের মাঠে আসায় কোন নিষেধাজ্ঞা থাকবে না। অর্থাৎ ১২ বছরের নিচের শিশুরা মাঠে আসতে পারবে খেলা দেখতে।
এদিকে এবারের সিরিজের জন্য বিভিন্ন ক্যাটাগরির টিকিট মূল্য হবে সর্বনিম্ন ১০০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা পর্যন্ত। এসব তথ্য নিশ্চিত করেছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন।
সূত্রঃ স্পোর্টসজোন২৪