ভারতের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। তবে ভারতের বিপক্ষে এই সিরিজে খেলবেন না কিউইদের অধিনায়ক কেন উইলিয়ামসন। তার পরিবর্তে নেতৃত্ব দিবেন টিম সাউদি।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে হারের রেশ কাটতে না কাটতেই আরেকটি সিরিজের জন্য মাঠে নেমে পড়তে হবে নিউজিল্যান্ডকে। ভারতের বিপক্ষে সিরিজ খেলতে বর্তমানে সেখানেই অবস্থান করছে কিউইরা। তবে এই সিরিজে দলের অধিনায়ককে পাচ্ছে না নিউজিল্যান্ড।
টি-টোয়েন্টি বাদেও এই সফরে দুটি টেস্ট খেলবে নিউজিল্যান্ড। মূলত টেস্টের জন্য প্রস্তুত হতেই টি-টোয়েন্টি থেকে উইলিয়ামসনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড।
ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের লড়াই শুরু হবে আগামীকাল। সিরিজের প্রথম ম্যাচটি হবে জয়পুরে। দ্বিতীয়টি অনুষ্ঠিত হবে ১৯ নভেম্বর রাঁচিতে এবং শেষ ম্যাচটি হবে কলকাতায়। ২৫ নভেম্বর কানপুরে হবে দুই ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটি।
টি-টোয়েন্টি সিরিজের জন্য নিউজিল্যান্ডের ঘোষিত দল –
টিম সাউদি-(অধিনায়ক), মার্টিন গাপটিল, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, মার্ক চাপম্যান, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, কাইল জেমিসন, ইশ সোধি, টড অ্যাসেল, অ্যাডাম মিলনে, লকি ফার্গুসন, ট্রেন্ট বোল্ট।
সূত্রঃ বিডিক্রিকটাইম