সোমবার সকাল সোয়া ১০টায় মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে আসে পাকিস্তান দল। একাডেমি মাঠে সাড়ে দশটায় নির্ধারিত সময়েই শুরু হয় তাদের প্রস্তুতি।
বাঁদিক থেকে আসা ক্যাচ দৌড়ে গিয়ে কীভাবে মুঠোয় জমানো যায়, মিরপুর একাডেমি মাঠে বল ছাড়া সেই ভঙ্গি করছিলেন হাসান আলি। পরে অনুশীলনেও সেদিক থেকে আসা একের পর এক ক্যাচ নিচ্ছিলেন তিনি।
পাকিস্তানি এই পেসারকে এদিন সামান্য স্পট বোলিং ছাড়া বেশিরভাগ সময় ফিল্ডিং ও ক্যাচিং অনুশীলনেই ব্যস্ত থাকতে দেখা গেল। টি-টোয়েন্টি বিশ্বকাপ সেমিফাইনালের ম্যাথু ওয়েডের সেই ক্যাচ ছাড়ার প্রভাবেই এমনটা ভেবে নেওয়া অস্বাভাবিক নয়।
দলের সহায়তায় মানসিক পীড়ন থেকে বেরুলেও সেই ভুল যে এখনো তাড়িয়ে বেড়াচ্ছে পাকিস্তানের অনুশীলনেই তা স্পষ্ট। শুরু হয়েছে ভুল শোধরানোর প্রক্রিয়া।
সূত্রঃ ডেইলি স্টার অনলাইন