নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছুটি চেয়েছেন সাকিব!

ক্রিকেট দুনিয়া November 15, 2021 1,466
নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও ছুটি চেয়েছেন সাকিব!

ইনজুরি থেকে ‘ভালো হলেও’ নতুন করে আঙুলে চিড় ধরা পড়ায় ছিটকে গেছেন ওপেনার তামিম ইকবাল। শঙ্কা রয়েছে অভিজ্ঞ মুশফিকুর রহিমেরও না খেলার। এরই মাঝে নতুন খবর এলো- বছরের শুরুতে নিউজিল্যান্ড সফর থেকেও ছুটি চেয়েছেন সাকিব।


ইনজুরির কারণে সংযুক্ত আরব আমিরাতে বিশ্বকাপে নিজেদের শেষ দুই ম্যাচে খেলতে পারেননি দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। সেখান থেকে দেশে না ফিরে পরিবার নিয়ে ছুটি কাটারে যুক্তরাষ্ট্রে চলে গেছেন তিনি। বর্তমানে সেখানে থেকেই চোট পরিচর্যা করছেন বাঁহাতি এ অলরাউন্ডার।


আইপিএল শেষে বিশ্বকাপে খেলতে গিয়ে আঙুলে চোটে পড়ায় ঘরের মাঠে পাকিস্তান সিরিজে নেই সাকিব। বিশ্বকাপে এলোমেলো বাংলাদেশ দল তাকে সাকিবকে ছাড়াই পাকিস্তানকে মোকবেলা করবে।


পাকিস্তান সিরিজ শেষে নতুন বছরের জানুয়ারিতে নিউজিল্যান্ড সফরে যাবে বাংলাদেশ। সফরে দুটি টেস্ট ম্যাচ খেলবে টাইগাররা। ওই সফর থেকে ছুটি চেয়েছেন ছুটিতে যুক্তরাষ্ট্রে থাকা সাকিব আল হাসান।


বিসিবির একজন পরিচালকের বরাত দিয়ে দেশের শীর্ষস্থানীয় একটি দৈনিক সমকালের অনলাইন ভার্সনে এ তথ্য জানানো হয়েছে। দৈনিকটি সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার খবরও একদিন আগেই প্রকাশ করেছিল।


প্রতিবেদনে বলা হয়, চোট নিয়ে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ার পরই ছুটি চেয়ে বিসিবির কাছে মেইল করেছেন সাকিব আল হাসান। তবে বিসিবি ছুটির বিষয়ে এখনো কোন সিদ্ধান্ত নেয়নি।


সূত্রঃ স্পোর্টসমেইল২৪