আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হবে বাংলাদেশ এবং পাকিস্তান। এই সিরিজে খেলতে ইতিমধ্যেই পাকিস্তান দল ঢাকায় চলে এসেছে। সিরিজে তিন টি-টোয়েন্টি ছাড়াও দুটি টেস্ট ম্যাচ খেলবে দুই দল।
আগামী ১৯, ২০ এবং ২২ নভেম্বর মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি। ২৬ থেকে ৩০ নভেম্বর চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে হবে প্রথম টেস্ট। আর ৪ থেকে ৮ ডিসেম্বর শেষ টেস্ট অনুষ্ঠিত হবে ঢাকায়। টি-টোয়েন্টি সিরিজের সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর দুই টায়।
• একনজরে বাংলাদেশ-পাকিস্তান সিরিজের সময়সূচি-
টি-টোয়েন্টি সিরিজ
১৯ নভেম্বর ১ম টি-টোয়েন্টি : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা।
২০ নভেম্বর ২য় টি-টোয়েন্টি : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা।
২২ নভেম্বর ৩য় টি-টোয়েন্টি : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর দুপুর ২টা।
টেস্ট সিরিজ
২৬-৩০ নভেম্বর ১ম টেস্ট : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম সকাল ১০টা।
৪-৮ ডিসেম্বর ২য় টেস্ট : শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়াম, মিরপুর সকাল ১০টা।
সূত্রঃ স্পোর্টসজোন২৪