টাইগারদের নতুন ম্যানেজার নাফিস, ফিল্ডিং কোচ বাবুল

ক্রিকেট দুনিয়া November 14, 2021 2,625
টাইগারদের নতুন ম্যানেজার নাফিস, ফিল্ডিং কোচ বাবুল

পাকিস্তান সিরিজের আগে টিম ম্যানেজমেন্টে দুইটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যর্থ বিশ্বকাপ মিশন শেষে দেশে ফেরার পর বাংলাদেশ জাতীয় দলের টিম অপারেশন্স ও লজিস্টিকস ম্যানেজার সাব্বির খানের পদত্যাগের গুঞ্জন উঠেছিল। শেষ পর্যন্ত, জানা গেল আসলেই পদত্যাগ করেছেন তিনি। গত ৭ই নভেম্বর নিজে থেকেই বিসিবিতে পদত্যাগ পত্র জমা দেন তিনি৷


তার পদত্যাগের পর পাকিস্তান সিরিজের আগে নতুন লজিস্টিক ম্যানেজার পেল টাইগাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), আরেক সাবেক ক্রিকেটার নাফিস ইকবালকে নিয়োগ দিয়েছে পাকিস্তান সিরিজের লজিস্টিক ম্যানেজার হিসেবে৷


দায়িত্ব পেয়ে ইতোমধ্যে কাজও শুরু করে দিয়েছেন নাফিস ইকবাল৷ রবিবার টাইগারদের অনুশীলন সেশনে উপস্থিত ছিলেন তিনি৷ আজদ্বিতীয় দিনের মত মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে অনুশীলন শুরু করছে বাংলাদেশ দল। আর সেই অনুশীলন শুরুর আগে নতুন লজিস্টিক ম্যানেজার নাফিস ইকবালকে বরণ করে নিয়েছেন ক্রিকেটাররা।


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর কোচিং প্যানেলের রদবদল অনেকটা অবধারিতই ছিল৷ বিশেষ করে পুরো টুর্নামেন্ট জুড়ে চলা ফিল্ডিংয়ের যাচ্ছে-তাই প্রদর্শনীর পর ফিল্ডিং কোচের চাকরি হারানোটা ছিল শুধু সময়ের ব্যাপারই।


বিশ্বকাপ মিশন শেষে সেই পথেই হেঁটেছে বিসিবি ৷ অনেক আলোচনা-সমালোচনার পর অবশেষে গত শনিবার চাকরি হারান টাইগারদের ফিল্ডিং কোচ রায়ান কুক। দলের সাম্প্রতিক ফিল্ডিং ব্যর্থতার কারণেই তার সাথে আর চুক্তি নবায়ন করেনি বিসিবি ।


আর পাকিস্তান সিরিজের আগে নতুন বিদেশি কোচ পাওয়ার সম্ভাবনা যে নাই, সেটা আগেই জানিয়ে রেখেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ( বিসিবি) পরিচালক আকরাম খান৷


তিনি আরও জানিয়েছিলেন, স্থানীয় কোন কোচকে দেওয়া হবে অন্তর্বর্তীকালীন ফিল্ডিং কোচের দায়িত্ব। অবশেষে আজ রবিবার সেই নামটিও খোলাসা করলো বিসিবি ৷ পাকিস্তান সিরিজে ফিল্ডিং কোচ হিসাবে দেখা যাবে মিজানুর রহমান বাবুলকে।


সূত্রঃ বিডিক্রিকটাইম