ওয়ানডেতে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া এবার টি-টোয়েন্টিতে সেরা হতে মরিয়া। অন্যদিকে আইসিসি ইভেন্টে শেষ কয়েক বছর ধরে ধারাবাহিক ক্রিকেট খেলা নিউ জিল্যান্ড নিজেদের প্রথম শিরোপা জিততে চায়।
শিরোপা ফয়সালার পাশাপাশি যারাই চ্যাম্পিয়ন হবে তাদের জন্য অপেক্ষা করছে ১৬ লাখ ডলার প্রাইজমানি। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি টাকা।
টুর্নামেন্ট শুরুর আগেই আইসিসি ঘোষণা দিয়েছিল, চ্যাম্পিয়ন দল পাবে ১৬ লাখ ডলার। রানার্স আপ দল ঘরে নিয়ে যাবে চ্যাম্পিয়ন দলের অর্ধেক, মানে ৮ লাখ ডলার। তাসমান সাগরের দুই পাড়ের দেশের কোষাগারে এখন পর্যন্ত জমা আছে একই পরিমাণ অর্থ।
সুপার টুয়েলভে দুই দলই চারটি করে ম্যাচ জিতেছে। প্রতিটি জয়ের জন্য ৪০ হাজার ডলার পেয়েছে। সেমিফাইনালেও তাই। অস্ট্রেলিয়া পাকিস্তানকে এবং নিউ জিল্যান্ড ইংল্যান্ডকে হারানোয় আরো ৪০ হাজার ডলার করে পেয়েছে।
সূত্রঃ রাইজিংবিডি