টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন যারা

ক্রিকেট দুনিয়া November 12, 2021 824
টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ম্যাচ অফিসিয়াল হিসেবে থাকবেন যারা

টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। ওই ফাইনালের অফিসিয়ালদের নাম চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।


দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হতে যাওয়া ফাইনাল ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন মারাইস এরাসমান ও রিচার্ড কেটেলব্রো।


টিভি আম্পায়ারের দায়িত্বে নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার হিসেবে কুমার ধর্মসেনা এবং ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রঞ্জন মাদুগালে।


গত বুধবার প্রথম সেমিফাইনালে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো ফাইনালে ওঠে নিউজিল্যান্ড। এরপর গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে ১১ বছর পর ফাইনালে উঠে অস্ট্রেলিয়া।


সূত্র : বাসস