বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে পাকিস্তান

ক্রিকেট দুনিয়া November 12, 2021 830
বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে আগামীকাল ঢাকায় আসছে পাকিস্তান

বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে পাকিস্তান। ফাইনাল না খেলার কারণে বাংলাদেশ সফরে একটু আগেভাগেই আসছে তারা। আগামীকাল ১৩ নভেম্বর বাংলাদেশে আসবে বাবর আজমের দল।


এরপর ১৪ এবং ১৫ নভেম্বর রুম কোয়ারেন্টিনে অবস্থান করবে তারা। রুম কোয়ারেন্টিন শেষ করে আগামী ১৬, ১৭ এবং ১৮ নভেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন সারবে পাকিস্তান।


এদিকে বাংলাদেশের বিপক্ষে মিরপুরে তিনটি টি-টোয়েন্টি খেলবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। টি-টোয়েন্টি সিরিজ শেষ করে আগামী ২৩ নভেম্বর চট্টগ্রামের রওনা করবে তারা।


এরপর সেখানে ২৪ এবং ২৫ নভেম্বর অনুশীলন শেষ করে আগামী ২৬ নভেম্বর থেকে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলবে প্রথম টেস্ট। পহেলা ডিসেম্বর ঢাকায় ফিরবে পাকিস্তান।


এরপর ২ ও ৩ ডিসেম্বর মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুশীলন করবে তারা। মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে ৪ ডিসেম্বর। টেস্ট সিরিজ শেষ করে আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ ছাড়ার কথা রয়েছে বাবররা।


সূত্রঃ অনলাইন