বুধবারই জানা গিয়েছিল, রিজওয়ান এবং শোয়েব মালিক ফ্লু-তে আক্রান্ত। যে কারণে তারা বুধবার অনুশীলনও করেননি। তবে দুই ক্রিকেটারই বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছেন। যদিও সেমিফাইনালে হেরে বিশ্বকাপ থেকেই ছিটকে যেতে হয়েছে পাকিস্তানকে। তবে পাক টিমের ডাক্তারের এক বিবৃতি নিয়ে চর্চা হচ্ছে। সেই সঙ্গে রিজওয়ার দায়বদ্ধতাকে কুর্নিশ জানাচ্ছে ক্রিকেট বিশ্ব।
ম্যাচ শেষে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে অধিনায়ক বাবর আজমের সাথে উপস্থিত হন দলের চিকিৎসক নাজিবউল্লাহ সুমরো। নাজিবউল্লাহই জানান রিজওয়ানের অসুস্থতার কথা। তিনি বলেন,‘৯ নভেম্বর চেস্টে সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হন রিজওয়ান। দু’রাত্রি তিনি আইসিইউ-তে কাটান। এর পরেও ফিট হয়ে ম্যাচে নেমে অবিশ্বাস্য ঘটনা ঘটিয়ে দিয়েছেন তিনি।’
নাজিবউল্লাহ আরও বলেন, ‘সে দ্রুতই সেরে ওঠে এবং ম্যাচের আগে ফিট হয়ে ওঠে। দেশের হয়ে খেলতে সে উদগ্রীব ছিল। আজ কেমন পারফর্ম করেছে তা সবাই দেখেছি।’
রিজওয়ানের শরীর গুরুতর খারাপ করলেও কেন তা প্রকাশ করা হয়নি, তা জানিয়ে তিনি আরও বলেন, ‘তার শারীরিক অবস্থা নিয়ে সিদ্ধান্ত এসেছে টিম ম্যানেজমেন্ট থেকে। পুরো দলের সিদ্ধান্ত ছিল এটা।’
সূত্রঃ স্পোর্টসজোন২৪