প্রথম সেমিফাইনাল জিতে ইতোমধ্যে নিউজিল্যান্ড ফাইনাল নিশ্চিত করেছে। ১৪ নভেম্বরের ফাইনালের মহারণে কে হবে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ, তা নির্ধারণ করবে দুবাইয়ের দ্বিতীয় সেমিফাইনাল।
দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে পাকিস্তান ও অস্ট্রেলিয়া। হাই ভোল্টেজ সেমিফাইনালটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ম্যাচের আগে মোহাম্মদ রিজওয়ান ও শোয়েব মালিকের ফ্লু পাকিস্তানের সমর্থকদের মধ্যে উদ্বেগ জাগালেও টিম ম্যানেজমেন্ট দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারকেই পাওয়ার ব্যাপারে আশাবাদী।
গ্রুপ পর্বের সব ম্যাচে অভিন্ন একাদশ নিয়ে লড়াই করা পাকিস্তান এই ম্যাচেও সর্বোচ্চ চেষ্টা করবে অপরিবর্তিত একাদশ নিয়ে খেলতে। অস্ট্রেলিয়ার একাদশে পরিবর্তনের সম্ভাবনা নেই বললেই চলে।
• একনজরে দুই দলের সম্ভাব্য একাদশ
পাকিস্তান : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান/সরফরাজ আহমেদ, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক/হায়দার আলী, আসিফ আলী, শাদাব খান, ইমাদ ওয়াসিম, হাসান আলী, হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি।
অস্ট্রেলিয়া : ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, স্টিভ স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।
সূত্রঃ বিডিক্রিকটাইম