পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা ১২ নভেম্বর

ক্রিকেট দুনিয়া November 10, 2021 1,949
পাকিস্তানের বিপক্ষে সিরিজের জন্য দল ঘোষণা ১২ নভেম্বর

পাকিস্তান সিরিজের প্রাথমিক দল ঘোষণা আগামী ১২ নভেম্বর করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরপর ১৬ নভেম্বর টি-টোয়েন্টি সিরিজের মূল দল ঘোষণা করা হবে।


বুধবার (১০ নভেম্বর) পাকিস্তান সিরিজের স্কোয়াড নিয়ে প্রায় আড়াই ঘণ্টা বৈঠক করেন তিন নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক। তাদের সঙ্গে বিসিবি পরিচালক খালেদ মাহমুদ সুজনকেও দেখা গেছে।


এই সভা শেষে ১২ নভেম্বর দল ঘোষণা করার বিষয়টি সাংবাদিকদের অনানুষ্ঠানিকভাবে জানানো হয়। ইনজুরির কারণে এই সিরিজে খেলা হচ্ছে না মোহাম্মদ সাইফউদ্দিনের।


পুনর্বাসনের কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা নাও হতে পারে লম্বা সময় দলের বাইরে থাকা তামিম ইকবালেরও। তবে টেস্ট সিরিজে তামিমের সম্ভাবনা বেশি। কয়েকদিন আগেই মিডিয়াকে তামিম জানিয়েছিলেন যে তিনি টেস্টের মাধ্যমে ক্রিকেটে ফিরতে চান।


ইনজুরির কবলে আছেন সাকিব আল হাসানও। টি-টোয়েন্টি সিরিজে তাঁর খেলা নিয়ে শঙ্কা আছে। তবে টেস্ট সিরিজে পাওয়া যেতে পারে সাকিবকেও। - ক্রিকফ্রেন্জি