অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন আশরাফুল

ক্রিকেট দুনিয়া November 10, 2021 1,256
অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে অভিযুক্ত হলেন আশরাফুল

চট্টগ্রামের বিপক্ষে বরিশালের হয়ে হ্যাট্রিকসহ ইনিংসে ৫ উইকেট সংগ্রহ করে আলোচনা এসেছিলেন বাংলাদেশ ক্রিকেটের সর্বপ্রথম ‘সুপারস্টার’ মোহাম্মদ আশরাফুল। কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা অবস্থাতেই এবার তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন।


২৩তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) বরিশাল বনাম চট্টগ্রামের মধ্যকার চলমান চতুর্থ রাউন্ডের ম্যাচে অবৈধ বোলিং অ্যাকশনের জন্য অভিযুক্ত হয়েছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।


ফলে তার বোলিং অ্যাকশন নিয়ে পরীক্ষা নিরীক্ষার চালানো হবে। সেই পরীক্ষাতে কেবল উতরাতে পারলেই আবারও বোলিংয়ে ফিরতে পারবেন আশরাফুল।


কিন্তু যদি তার বোলিং অ্যাকশন ত্রুটি যুক্ত হয়, তাহলে বোলিং করার ক্ষেত্রে নিষিদ্ধ হবেন তিনি। তবে সেক্ষেত্রে ৬ মাসের মধ্যে বোলিং অ্যাকশন শুধরে আপিল করার সুযোগ থাকবে মোহাম্মদ আশরাফুলের সামনে।


সূত্রঃ স্পোর্টসজোন২৪