নিজের পছন্দের বিশ্বকাপ একাদশ জানিয়ে দিয়েছেন দীনেশ কার্তিক। ভারতের এই উইকেটরক্ষক ব্যাটারের একাদশে নাম আছে সাকিব আল হাসানের। এবারের আসরের শুরু থেকে ব্যাটে-বলে অসাধারণ পারফর্ম করেন সাকিব। ইনজুরিতে বিদায় নেয়ার আগে টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের হয়ে ছয় ম্যাচে খেলার সুযোগ হয়েছে তাঁর।
সেই ছয় ম্যাচে ২১.৮৩ গড়ে ১৩১ রান করেন সাকিব। পাশাপাশি ৫.৫৯ ইকোনমি রেটে নেন ১১ উইকেট। আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়েও এক নম্বরে জায়গা করে নেন তিনি। এমন পারফরম্যান্সের কারণেই হয়তো কার্তিকের একাদশে নাম আছে সাকিবের।
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান দলের বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদিকেও দলে রেখেছেন কার্তিক। শুধু তাই নয়, এই দলের নেতৃত্বভার বাবরের কাঁধে তুলে দিয়েছেন কার্তিক।
এদিকে এই একাদশে জায়গা হয়নি জসপ্রিত বুমরাহ ছাড়া কোনও ভারতীয় ক্রিকেটারের। এছাড়াও ইংল্যান্ড ও শ্রীলঙ্কার দুজন করে ক্রিকেটার এবং দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের একজন করে ক্রিকেটার রেখেছেন এই দলে।
দীনেশ কার্তিকের টি-টোয়েন্টি বিশ্বকাপ একাদশ: বাবর আজম (অধিনায়ক), জস বাটলার, চারিথ আসালাঙ্কা, রাসি ফন ডার ডুসেন, সাকিব আল হাসান, মঈন আলি, ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাডাম জাম্পা, ট্রেন্ট বোল্ট, জসপ্রিত বুমরাহ, শাহিন শাহ আফ্রিদি।
সূত্রঃ ক্রিকফ্রেন্জি