লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) দল পেয়েছেন ৪ জন বাংলাদেশি ক্রিকেটার। তাদের মধ্যে আছেন তারকা ব্যাটার মোহাম্মদ মিঠুনও। মঙ্গলবার (৯ নভেম্বর) এলপিএলের আগামী আসরের প্লেয়ার্স ড্রাফট সম্পন্ন হয়। ড্রাফটে বাংলাদেশ থেকে দল পেয়েছেন মোহাম্মদ মিঠুন, নাজমুল ইসলাম অপু, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন।
এদের মধ্যে মিঠুন ও অপু আছেন একই স্কোয়াডে। তাদের দলভুক্ত করেছে ক্যান্ডি ওয়ারিয়র্স। আবার তাসকিন ও আল-আমিনও অভিন্ন স্কোয়াডে খেলবেন। তাদের স্কোয়াডে ভিড়িয়েছে কলম্বো স্টার্স।
শ্রীলঙ্কার ফ্র্যাঞ্চাইজিভিত্তিক এই টুর্নামেন্টের একটি আসর সফলভাবে সম্পন্ন হয়েছে। ৫টি দলের অংশগ্রহণে এলপিএলের প্রথম আসর অনুষ্ঠিত হয়। সেবার চ্যাম্পিয়ন হয়েছিল জাফনা স্ট্যালিয়ন্স।
এলপিএলের প্রথম আসর একটি ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছিল। এবার ভেন্যু সংখ্যা বাড়লেও করোনা মহামারীর কারণে যথারীতি জৈব সুরক্ষা বলয়ে দলগুলোকে রেখে পুরো টুর্নামেন্ট আয়োজন করা হবে।
সূত্রঃ বিডিক্রিকটাইম