সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

ক্রিকেট দুনিয়া November 8, 2021 711
সিরিজ খেলতে পাকিস্তান সফরে যাচ্ছে অস্ট্রেলিয়া

আগামী ১১ নভেম্বর দুবাইয়ে অস্ট্রেলিয়া-পাকিস্তান টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হবে। তবে এবার আরো একটি সুখবর পেলো পাকিস্তান। দীর্ঘ ২৪ বছর পর প্রথমবার পাকিস্তান সফরের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া।


১৯৯৮ সালে সর্বশেষ পাকিস্তানের মাটিতে খেলেছিল অস্ট্রেলিয়া। আর এবারের সফরে মোট সাতটি ম্যাচ খেলবে অজিরা। যার মধ্যে রয়েছে তিনটি করে টেস্ট ও ওয়ানডে এবং একটি টি-টোয়েন্টি ম্যাচ।


আগামী তোর ২০২১ সালের ৩ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত হবে সাত ম্যাচের এই দ্বিপাক্ষিক সিরিজ। করাচি, রাওয়ালপিন্ডি ও লাহোরে ৩, ১২ ও ২১ মার্চ হবে তিন টেস্ট। ২৯ ও ৩১ মার্চ এবং ২ এপ্রিল লাহোরে হবে তিন ওয়ানডে। একই ভেন্যুতে ৫ এপ্রিল হবে একমাত্র টি-টোয়েন্টি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪