ভারতের স্পিন জাদুকর হরভজন সিং তাঁর সর্বকালের সেরা টি-টোয়েন্টি একাদশ বেছে নিলেন। হরভজনের বাছাই করা এগারো জনের দলে ঠাঁই পেলেন না ভারতের অধিনায়ক বিরাট কোহলি। পাকিস্তান, নিউজিল্যান্ড ও বাংলাদেশের কোনো ক্রিকেটারের জায়গা হয়নি তার একাদশে।
মোহেন্দ্র সিং ধোনির হাতেই নেতৃত্ব ভার তুলে দিলেন হরভজন। তবে ভারত থেকে মাত্র তিনজন ক্রিকেটারই রয়েছেন ভাজ্জির একদশে। ধোনি ছাড়া আছেন রোহিত শর্মা ও জসপ্রীত বুমরাহ। একনজরে হরভজনের সর্বকালের সেরা একাদশ:
১) রোহিত শর্মা
২) ক্রিস গেইল
৩) জস বাটলার
৪) শেন ওয়াটসন
৫) এবি ডিভিলিয়ার্স
৬) মেহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক)
৭) ডোয়েন ব্র্যাভো
৮) কাইরন পোলার্ড
৯) সুনীল নারিন
১০) লাসিথ মালিঙ্গা
১১) জসপ্রীত বুমরা।
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন