বিশ্বকাপের সেমিফাইনালে কে কবে কার মুখোমুখি হচ্ছে দেখে নিন

ক্রিকেট দুনিয়া November 8, 2021 1,182
বিশ্বকাপের সেমিফাইনালে কে কবে কার মুখোমুখি হচ্ছে দেখে নিন

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। সেমিতে পাকিস্তান মুখোমুখি হবে গ্রুপ-১ এর রানারআপ হওয়া দল অস্ট্রেলিয়ার। ১১ নভেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি।


রোববার রাতের ম্যাচে ৭২ রানে স্কটল্যান্ডকে হারানোয় পাকিস্তান গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেরা চারে উঠেছে। এই গ্রুপ থেকে রানার্সআপ হয়েছে নিউজিল্যান্ড।


আগামী বুধবার প্রথম সেমিফাইনালে লড়বে গ্রুপ-১’র চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও গ্রুপ-২’র রানারআপ নিউজিল্যান্ড। পরে বৃহস্পতিবার ফাইনালে ওঠার মিশনে নামবে গ্রুপ-২’র চ্যাম্পিয়ন পাকিস্তান ও গ্রুপ-১’র রানারআপ দল অস্ট্রেলিয়া।


দুইটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। প্রথম সেমিফাইনালের ভেন্যু দুবাই, পরেরটি হবে আবুধাবিতে। সেমিফাইনালে জেতা দুই দলকে নিয়ে শিরোপা নির্ধারণী ফাইনাল ম্যাচ হবে ১৪ নভেম্বর।


সূত্রঃ অনলাইন