মাশরাফি-তামিমের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি

ক্রিকেট দুনিয়া November 7, 2021 1,082
মাশরাফি-তামিমের সঙ্গে বৈঠক করলেন বিসিবি সভাপতি

বিশ্বকাপে বাংলাদেশের ভরাডুবির পর অস্থিরতা চলছে বিসিবিতে। সঙ্কট এত রকমের যে, বোর্ড কর্তারা বুঝে উঠতে পারছেন না কোন দিক তারা কীভাবে সামলাবেন। বিসিবি প্রধান নাজমুল হাসান গত কয়েক দিনে দফায় দফায় সভা করেন বোর্ড পরিচালক ও নির্বাচকদের সঙ্গে। সম্ভাব্য করণীয় নিয়ে নিজ বাসায় শুক্রবার বিকেলে বোর্ড প্রধান কথা বলেন মাশরাফি বিন মুর্তজা ও তামিম ইকবালের সঙ্গেও।


সঙ্কট থেকে উত্তরণের অনেক পথ নিয়েই আলোচনা হচ্ছে। তবে দুর্ভাবনার একটি জায়গায় থমকে যাচ্ছে সবকিছু, মিলছে না কোনো দিশা। যেটির কেন্দ্রে কোচ রাসেল ডমিঙ্গো। বিশ্বকাপে চরম ব্যর্থতায় জাতীয় দলের কোচকে রাখার খুব ইচ্ছে বিসিবির নেই, কিন্তু এই মুহূর্তে ছেড়ে দেওয়ার উপায়ও নেই!


সামনেই আবার আরেকটি সিরিজ। বিশ্বকাপ ফাইনালের পরদিনই বাংলাদেশে আসছে পাকিস্তান। গুছিয়ে ভাবা ও পরিবর্তনের সময়ও খুব একটা নেই। সব মিলিয়ে ত্রাহি মধুসূদন অবস্থা বিসিবির।


দেশের সফলতম ওয়ানডে অধিনায়ক মাশরাফি ও এখনকার ওয়ানডে অধিনায়ক তামিমকে নিজের উদ্যোগেই বাসায় ডেকে কথা বলেন বিসিবি সভাপতি। এই আলোচনার বিষয়বস্তু নিয়ে নাজমুল হাসান এখনও বোর্ড পরিচালকদের সঙ্গে কথা বলেননি বলে জানালেন বিসিবির দীর্ঘদিনের পরিচালক জালাল ইউনুস।


“তাদের মধ্যে একান্তে কথা হয়েছে। কী কথা হয়েছে, আমরা আসলে এখনও তেমন কিছু জানি না। বোর্ড প্রধান দেশের বাইরে গেছেন, ফেরার পর হয়তো এটা নিয়ে কথা বলবেন। তবে ওরা অনেক অভিজ্ঞ, অনেক কিছু জানে। ওদের কথাকে নিশ্চয়ই গুরুত্ব দেওয়া হবে।”


বোর্ডের একটি সূত্র অবশ্য নিশ্চিত করেছে, ওই সভার পরই বিসিবি পরিচালকদের সঙ্গে বোর্ড প্রধানের আরেকটি সভায় উঠে এসেছে তামিম-মাশরাফিদের সঙ্গে সভার প্রসঙ্গ। বিশ্বকাপ থেকে সরে দাঁড়ানো তামিম ইকবালকে আবার টি-টোয়েন্টি দলে ফিরে আসার অনুরোধ করেন বিসিবি সভাপতি।


সূত্রঃ অনলাইন