জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন কোচ সালাউদ্দিন!

ক্রিকেট দুনিয়া November 6, 2021 1,558
জাতীয় দলের সাথে যুক্ত হচ্ছেন কোচ সালাউদ্দিন!

দীর্ঘ অনেক বছর ধরেই জাতীয় দলের সঙ্গে নেই তিনি। তবে জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে নিয়মিতই কাজ করেন তিনি। সাকিব আল হাসানের গুরুকে বারবারই উপেক্ষা করে আসছে বিসিবি। যদিও শীষ্যদের যে কোনো প্রয়োজনেই হাজির হন তিনি।


অবশেষে জাতীয় দলে যুক্ত হচ্ছেন দেশী কোচ। সালাউদ্দিনকে সহকারী কোচ হওয়ার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন দেখবার বিষয় তিনি এই প্রস্তাবে রাজি হন কি না। দেশের ক্রিকেটে অন্যতম সেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিন।


সূত্রঃ খেলাযোগ, একাত্তর টিভি