বিদায় হচ্ছেন ডমিঙ্গো, ফিরছেন হাথুরুসিংহ ও জেমি সিডন্স!

ক্রিকেট দুনিয়া November 6, 2021 3,560
বিদায় হচ্ছেন ডমিঙ্গো, ফিরছেন হাথুরুসিংহ ও জেমি সিডন্স!

দলের টানা ব্যর্থতার পর ব্যাপক পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপের মূল পর্বে একটি ম্যাচও জিততে পারেনি বাংলাদেশ।


রাসেল ডমিঙ্গোর বিকল্প হিসাবে হাথুরুসিংহের সাথে বিসিবির কথা চালাচালি চলছে। এছাড়াও টি-টোয়েন্টি ব্যাটিং স্পেশালিষ্ট হিসেবে আবারো জেমি সিডন্সকে ভাবা হচ্ছে।


টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবির পর উঠেপড়ে লেগেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি।


সূত্রঃ খেলাযোগ, একাত্তর টিভি