চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পাঁচ পারফরম্যান্স

ক্রিকেট দুনিয়া November 5, 2021 708
চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পাঁচ পারফরম্যান্স

চলছে টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাট-বলের লড়াই। সুপার টুয়েলভ এর খেলা প্রায় শেষ পথে। এর আগে দেখে নেয়া যাক চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা পাঁচ পারফরম্যান্স।


১. বাংলাদেশের বিপক্ষে অজি স্পিনার অ্যাডাম জাম্পার ১৯ রানে ৫ উইকেট এখন পর্যন্ত চলমান টুর্নামেন্টে সেরা বোলিং ফিগার। এছাড়া এবার এক ম্যাচে ৫ উইকেট নেন আফগানিস্তানের ঘূর্ণি জাদুকর মুজিব-উর-রহমান। স্কটল্যান্ডের বিপক্ষে তিনি দখল করেন ২০ রানে ৫ উইকেট।


২. চলতি বৈশ্বিক টুর্নামেন্টে শ্রীলংকার স্পিনার ওয়ানিন্দু হাসারাঙ্গা ১৬ উইকেট নিয়েছেন। বিশ্বকাপের এক আসরে কোনও বোলারের সর্বোচ্চ উইকেট শিকারের রেকর্ড এটি। তিনি ভেঙে দেন স্বদেশী অজন্তা মেন্ডিসের কীর্তি। ২০১২ টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ উইকেট ঝুলিতে ভরেন তিনি।


৩. এখন পর্যন্ত মোট ৯বার বাংলাদেশের কোনও ব্যাটসম্যান শূন্য রানে সাজঘরে ফিরেছেন। বাকি দলগুলোর থেকে এই সংখ্যা অনেক। তবে পাকিস্তান একমাত্র দল, এখন পর্যন্ত যাদের কোনও ব্যাটসম্যান শূন্য রানে আউট হননি।


৪. চলতি বিশ্বকাপে ৩৩তম ম্যাচে এসে প্রথম কোনও দল ২০০ রানের গণ্ডি পার করেছে। আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটে ২১০ রান তোলে ভারত। এর আগে এবারের টুর্নামেন্টে সর্বোচ্চ দলীয় রান ছিল আফগানদের ১৯০।


৫. বাংলাদেশ এখন পর্যন্ত ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণের বিশ্বমঞ্চে মোট ৩৩ ম্যাচ খেলেছে। প্রতিটিতেই মাঠে নেমেছেন ব্যাটার মুশফিকুর রহিম। একটানা টি-টোয়েন্টি বিশ্বকাপে ম্যাচ খেলার নিরিখে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ছুঁয়ে ফেলেছেন তিনি। কেবল শহীদ আফ্রিদি (৩৪) এবং তিলকরত্নে দিলশান (৩৫) তাদের চেয়ে বেশি ম্যাচ খেলেছেন।


সূত্রঃ চ্যানেল ২৪ বিডি