দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা

ক্রিকেট দুনিয়া November 5, 2021 568
দুঃস্বপ্নের বিশ্বকাপ শেষে দেশে ফিরলেন ক্রিকেটাররা

হতাশার বিশ্বকাপ মিশন শেষে শুক্রবার বিকাল ৪টায় ঢাকায় ফিরছেন ২৩ ক্রিকেটারের মধ্যে ৭ জন। সাত ক্রিকেটারসহ ১২সদস্যের বাংলাদেশ ক্রিকেট দলকে বহনকারী বিমান ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সবমিলিয়ে ব্যর্থতার ঝুলি নিয়ে দেশে ফিরছেন টাইগাররা।


দুই ভাগে বিভক্ত হয়ে দেশে ফিরছেন ১০ জন ক্রিকেটার। এছাড়া অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন দাস ও তাসকিন আহমেদ ছুটি কাটাতে দুবাই রয়ে গেছেন। তারা ছুটি কাটিয়ে ফিরবেন ১১ নভেম্বর।


হেড কোচ রাসেল ডমিঙ্গোসহ বাকি কোচিং স্টাফরা ফিরে গেছেন নিজ নিজ দেশে। ইনজুরিতে ছিটকে যাওয়া সাকিব আছেন যুক্তরাষ্ট্রে। সবার আগে ঢাকায় ফিরেছেন চোটাক্রান্ত সাইফউদ্দিন।