মুজিবকে ইনজুরি থেকে সারাতে চিকিৎসক পাঠাতে চান অশ্বিন!

ক্রিকেট দুনিয়া November 5, 2021 861
মুজিবকে ইনজুরি থেকে সারাতে চিকিৎসক পাঠাতে চান অশ্বিন!

নিউজিল্যান্ড দল যদি পরের দুই ম্যাচের যে-কোনো একটিতে হেরে যায় তাহলে ভারতের সুক্ষ্ম সুযোগ থাকবে সেমিতে যাবার। কিউইদের পরের দুই ম্যাচ আফগানিস্তান ও নামিবিয়ার বিপক্ষে। তবে, ইনজুরির কারণে আফগানদের হয়ে খেলতে পারেননি স্পিনার মুজিব উর রহমান।


যেহেতু কিউইদের হারানোটা ইন্ডিয়ার জনহ অনেক বড় সুযোগ, তাই ভারতের পক্ষ থেকে মুজিবকে ফিট করে তোলার প্রস্তাব দেয়া হলো। আর এমন প্রস্তাব দিয়েছেন ভারতীয় স্পিন অলরাউন্ডার রবিচন্দ্রন অশ্বিন। তিনি বলেন, “নিউজিল্যান্ডের বিপক্ষে খেলার জন্য ইনজুরি আক্রান্ত মুজিবের যদি ভালো ফিজিওথেরাপিস্টের দরকার হয়, তাহলে ভারত তাদেরকে সেটা দিতে রাজি আছে।”


অশ্বিনের এই কথা ব্যপক ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। তবে কি কিউইদের হারাতে আফগানদের সব ধরনের সহযোগিতা করছে ভারত! হিসেব নিকেশ যেমনই হোক, ম্যাচের মাধ্যমেই প্রমাণিত হবে কোন দল হাসবে শেষ হাসি।


সূত্রঃ স্পোর্টসজোন২৪