এই মাসেই ২৭ তারিখ থেকে অস্ট্রেলিয়ার হোবার্টে এই টেস্ট হওয়ার কথা ছিল। এটিই হতো দুই দেশের মধ্যে প্রথম টেস্ট ম্যাচ। কিন্তু শুক্রবার এক বিবৃতিতে এই টেস্ট আপাতত না খেলার কথা জানিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
ক্রিকেট অস্ট্রেলিয়া তাদের বিবৃতিতে জানায়, ‘আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচ স্থগিত রাখা হচ্ছে। তবে এই মৌসুমে বিগ ব্যাশ লিগে আফগানিস্তানের ক্রিকেটাররা খেলবেন।’
প্রথমে এই টেস্ট ম্যাচ ২০২০ সালের ডিসেম্বরে হওয়ার কথা ছিল। কিন্তু কোভিডের কারণে তা পিছিয়ে যায়। কিন্তু এই বছর আফগানিস্তানের নিয়ন্ত্রণে আসে তালেবান।
তারা সিদ্ধান্ত নেয়, সে দেশে নারীদের খেলাধুলায় অংশ নিতে দিবে না তারা। ক্রিকেট অস্ট্রেলিয়া এর তীব্র বিরোধিতা করে। গত মাসেই জানিয়ে দেয়া হয়, এই সিদ্ধান্তের বদল না হলে তারা আফগানিস্তানের বিরুদ্ধে খেলবে না।
ক্রিকেট অস্ট্রেলিয়ার বক্তব্য, ‘আফগানিস্তানসহ সারা বিশ্বে পুরুষ ও নারীদের ক্রিকেটের প্রতি সমান দায়বদ্ধ অস্ট্রেলিয়া। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমাদের মনে হয়েছে, পরিস্থিতি পরিষ্কার না হওয়া পর্যন্ত আমাদের এই টেস্ট ম্যাচ স্থগিত রাখা উচিত।’
আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ই দুবাইতে আইসিসি’র বৈঠক হওয়ার কথা।
সূত্রঃ নয়া দিগন্ত অনলাইন